Brigade Ghatal Master Plan

ব্রিগেডের কথা: ‘ঘাটাল মাস্টার প্ল্যান সম্পর্কে কিছু জানেন না সাংসদ’, দেখুন ভিডিও

রাজ্য ব্রিগেড

দাসপুরের গণেশ সামন্ত এলাকার কথা জানিয়েছেন ব্রিগেডের মাঠে।

 ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান পরিকল্পনা ছিল বামফ্রন্ট সরকারের। সেই পরিকল্পনা কার্যকর করছেন না মমতা ব্যানার্জি। টাকা খরচের জন্য ভ্রান্ত পরিকল্পনা করছেন। আর সাংসদ ঘাটাল মাস্টার প্ল্যান সম্পর্কে কিছু জানেন না।’’ দেখুন ভিডিও
পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে এসেছিলেন গণেশ সামন্ত। সমবায় মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকও তিনি। ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে জানিয়েছেন তাঁর অভিজ্ঞতা। জানিয়েছেন ঘাটালের জনতার কথা।
‘গণশক্তি ডিজিটাল’-কে তিনি বলেছেন, ‘‘ঘাটালের জল বের করা হবে কিভাবে সে সম্পর্কে তাঁর কোনও ধারণাই নেই। মুখ্যমন্ত্রী যা বলছেন কাঠের পুতুলের মতো উনিও তাই বলে চলেছেন।’’ 
কৃষক-খেতমজুর-অসংগঠিত শ্রমিকের জীবনযন্ত্রণা নিয়ে গড়েছিলেন প্রচার। দাসপুর থেকে ৩২টি বাস এসেছে। কারণ ট্রেন নেই। 
স্বাধীনতার এত বছর পরও ঘাটাল মহকুমা ট্রেন লাইনে সংযুক্ত নয়। অথচ দাসপুরের মানুষ সারা দেশে ছড়িয়ে আছে, সোনার কাজ করছেন। 
সামন্ত জানিয়েছেন কাজ আর মূল্যবৃদ্ধি বড় বিষয় হয়েছে প্রচারে।

Comments :0

Login to leave a comment