অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালকের নাম রঘু সরকার। সে কল্যাণী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কল্যাণী জেএনএম হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক। অবসর গ্রহণের পর এখন চুক্তি ভিত্তিতে একটি গাড়ি চালাচ্ছেন।
পরিবারের অভিযোগ, গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে নাবালিকা পাশের একটি বাড়িতে গেলে রঘু নাবালিকার গায়ে হাত দেয়। সেখানেই ওই নাবালিকাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ পরিবারের। কাউকে না বলার জন্য নাবালিকাকে কিছু টাকাও দেয়। বিষয়টি কাউকে জানালে নাবালিকাকে প্রাণে মারারও হুমকি দেয় রঘু।
কয়েকদিন ধরে নাবালিকা ভয়ে ঠিক মত খাওয়া- দাওয়া করছিল না। এছাড়াও নাবালিকার এক বোন ওর ব্যাগ এ হাত দিয়ে দেখে বেশ কিছু টাকা। এই টাকা কোথা থেকে এলো জানতে চাইলে নাবালিকা জানায় অভিযুক্ত তাকে এই টাকা দিয়েছে। তখনই সে জানায় যে তাকে শারিরীক ভাবে হেনস্তা করেছে অভিযুক্ত।
এরপর নাবালিকার পরিবার কল্যাণী শুক্রবার (২৯ নভেম্বর) রাতে থানায় অভিযোগ দায়ের করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
Comments :0