The Moon is rusting

চাঁদে পড়ে জং, দায়ী পৃথিবী!

আন্তর্জাতিক

চাঁদে জং পড়ছে! কিন্তু কিভাবে? বিজ্ঞানীরা বলেন লোহার জিনিসে জল ও অক্সিজেনের সংস্পর্শে এসে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তাতে জং পড়ে। 
কিন্তু চাঁদে জল নেই। আর অক্সিজেনও নেই চাঁদে। তাহলে কিভাবে চাঁদে জং পড়ছে? তবে এই জং পড়ার ঘটনাটি শুধুমাত্র পৃথিবীতে নয়,  মহাকাশে অন্যান্য গ্রহতেও কী এই ঘটনা দেখা যায়? যেমন মঙ্গল গ্রহে জল ছিল এবং অক্সিজেনও ছিল। যার ফলে মঙ্গল গ্রহ তার লাল রং পেয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন। চাঁদের জল ও অক্সিজেন না থাকলেও কিভাবে জং পড়ছে? 
২০২০ সালে ভারতের চন্দ্রযান-১ প্রথম চাঁদের গায়ে জং দেখে। তারপর সাম্প্রতিক কালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন জংয়ের জন্য দায়ী পৃথিবী। 
যেমনটা আমরা সবাই জানি যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে এবং পৃথিবী সূর্যের চারদিকে। যার ফলে মাসের বেশ কিছুদিন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে পৃথিবী। সূর্যের আলোয় থাকা কণা সরাসরি গিয়ে পৌঁছায় না। তার পরিবর্তে সূর্যের আলোয় থাকা কণা পৃথিবী থেকে অক্সিজেন নিয়ে যাচ্ছে। যার ফলে ছাদে থাকা বরফের সঙ্গে বিক্রিয়া করে চাঁদের গায়ে জং পড়ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

Comments :0

Login to leave a comment