মঙ্গলবার মা ও ছেলের পচাগলা দেহ উদ্ধার হল
বাঁশদ্রোণীতে। পুলিশ সূত্রে খবর মৃতদের নাম শিলা দাশগুপ্ত(৭০) সুদীর্থ দাশগুপ্ত(৩৮)। বাঁশদ্রোণী এলাকার ব্রহ্মপুরে একটি থেকে ফ্ল্যাট থেকে দুজনের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বছর দেড়েক আগে মা ও ছেলে ওই ফ্ল্যাটটি কেনেন। তারপর থেকে ওই এলাকায় থাকতেন। গত দু’দিন মা ও ছেলেকে লেখা যায়নি, ওই ফ্ল্যাটের দরজাও বন্ধ ছিল। মঙ্গলবার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হতে থাকে। স্থানীয়দের সন্দেহ হয়। তারাই খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ ঘরে ঢুকে দু’জনের পচাগলা দেপ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।
Banshdroni
মা ও ছেলের পচাগলা দেহ উদ্ধার বাঁশদ্রোণীতে

×
Comments :0