NDA Bihar

বিহারে প্রকাশিত এনডিএ’র ইশতেহার

জাতীয়

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার আগে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো এনডিএ। এদিন ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতিশ কুমার, বিজেপি সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান সহ এনডিএ নেতারা। মহাগাটবান্ধনের মতো এনডিও জোড় দিয়েছে কর্মসংস্থানের প্রশ্নে।
বিহারের যেই যেই পরিবারের সদস্যরা সরকারি চাকরি করেন না সেই পরিবাদ গুলোয় সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে মহাগাটবন্ধন। এনডিএ ইশতেহারে এক কোটি সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। উল্লেখ্য ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় প্রতি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকার পাশাপাশি বছর দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। একটাও তারা পূরণ করেনি। উল্টে বেড়েছে বেকারত্ব। মহিলাদের জন্য লাখপতি দিদি প্রকল্পের ঘোষণা করা হয়েছে ইস্তাহারে।
ইশতেহারে বলা হয়েছে সরকার সাতটি এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং ৩,৬০০ কিলোমিটার রেলপথ আধুনিকীকরণ করা হবে। পাশাপাশি পাটনা, দারভাঙ্গা, পূর্ণিয়া এবং ভাগলপুরে আন্তর্জাতিক বিমানবন্দর এবং চারটি শহরে মেট্রো নেটওয়ার্ক স্থাপন করা হবে। এছাড়া আরও ১০টি শহরে বিমান যোগাযোগ সম্প্রসারণ করা হবে।
প্রতিটি জেলায় কারখানা এবং ১০টি নতুন শিল্প পার্ক নির্মাণও এনডিএ’র প্রতিশ্রুতির মধ্যে রয়েছে। বলা হয়েছে তারা ক্ষমতায় ফিরলে কমপক্ষে ১০০টি এমএসএমই পার্ক এবং ৫০,০০০ এরও বেশি কুটির শিল্প তৈরি করা হবে। 
একটি প্রতিরক্ষা করিডোর এবং বিশ্বব্যাপী সক্ষমতা কেন্দ্র সহ একটি সেমিকন্ডাক্টর উৎপাদন পার্ক নির্মাণও তাদের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, পাশাপাশি প্রতিটি জেলায় একটি বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা এবং একটি মেডিকেল কলেজ তৈরির কথাও বলা হয়েছে। এনডিএ বিহারকে দক্ষিণ এশিয়ার টেক্সটাইল এবং সিল্ক হাব হিসেবে প্রতিষ্ঠা করারও প্রতিশ্রুতি দিয়েছে।
ইশতেহারে কৃষকদের জন্যও প্রতিশ্রুতি রয়েছে। সকল ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার পাশাপাশি, নতুন করপুরী ঠাকুর কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা প্রদান করার কথা বলা হয়েছে। এর ফলে কৃষকদের মোট সহায়তা ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা করা হবে। অন্যদিকে জেলেদের জন্য সহায়তা ৪,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা করা হবে। সরকার রাজ্যের কৃষি-অবকাঠামোতে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ নিশ্চিত করবে।
এনডিএ’র পক্ষ থেকে বলা হয়েছে একটি শিক্ষা নগরী তৈরি এবং বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস খোলার পরিকল্পনা রয়েছে তাদের। আর্থীক ভাবে পিছিয়ে থাকা পরিবারের শিক্ষার্থীদের জন্য 'কেজি থেকে পিজি' পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রতিশ্রুতি দিয়েছে, পাশাপাশি স্কুলে পুষ্টিকর জলখাবার এবং দুপুরের খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এছাড়া তফসিলি জাতি (এসসি) শ্রেণির শিক্ষার্থীদের জন্য, প্রতিটি মহকুমায় আবাসিক স্কুল খোলা হবে। উচ্চশিক্ষা গ্রহণকারী তফসিলি জাতি (এসসি) শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মাসিক ২,০০০ টাকা সহায়তাও দেওয়া হবে। চরম অনগ্রসর শ্রেণী (ইবিসি) শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হবে।
এনডিএ জানকী বা সীতার জন্মস্থানকে 'সীতাপুরম' নামে পরিচিত একটি বিশ্বমানের আধ্যাত্মিক নগরীতে উন্নীত করারও প্রতিশ্রুতি দিয়েছে। রামায়ণ, জৈন, বৌদ্ধ এবং গঙ্গা সার্কিটের পাশাপাশি বিষ্ণুপদ এবং মহাবোধি করিডোর নির্মাণও এনডিএ-র নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে।

Comments :0

Login to leave a comment