Dinhata

আগ্নেয়াস্ত্র সহ দিনহাটায় গ্রেপ্তার এক

জেলা

আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করল কোচবিহার দিনহাটা থানার পুলিশ। দিনহাটা থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বড় দিনহাটা বোয়ালমারী এলাকায় অভিযান চালিয়ে দিনহাটা থানার পুলিশ মজনু হক নামে বছর ২৭’র এক যুবককে গ্রেপ্তার করে।
ধৃত এই যুবকের কাছ থেকে একটি অত্যাধুনিক পাইপ গান ও একটি গুলি উদ্ধার করেছে দিনহাটা থানায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত শারদোৎসবের সময় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কুখ্যাত দুষ্কৃতী শামীমের সঙ্গী হিসেবেই কাজ করতো এই মজনু। দীর্ঘদিন ধরে মজনু পলাতক ছিল। তার খোঁজে তল্লাশি চালালেও তার সন্ধান পায়নি পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়লো সেই মজনু।   
পুলিশ সূত্রে আরও জানা গেছে, রবিবার গভীর রাতে পুলিশের কাছে খবর আসে এই দিনহাটা বড় বোয়ালমারি এলাকায় ঘোরাঘুরি করছে মজনু। এরপরই দিনহাটা থানার পুলিশ তৎপর হয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। 
 

Comments :0

Login to leave a comment