Road Accident

কালনায় বাস দুর্ঘটনায় মৃত এক, জখম ৩২

জেলা

মঙ্গলবার সকালে পান্ডুয়া থেকে কালনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ৩৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। 
মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে পান্ডুয়া-কালনা সড়কের কালনা দু'নম্বর ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীরামপুর মোড়ে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পান্ডুয়া থেকে একটি যাত্রী বোঝাই বাস কালনা আসার পথে শ্রীরামপুর মোড়ে দুর্ঘটনার মধ্যে পড়ে। বাসটি দ্রুত বেগে চলার কারণেই এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর মতে দুরন্ত গতিতে চলা বাসটির সামনে টোটো এসে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় মানুষজন আহত বাস যাত্রীদের উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে হুগলি জেলার বলাগর থানার ইনছুরা গ্রামের বাসিন্দা গোপাল মন্ডল(৬৬) নাম এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের পারিবার সূত্রে জানা গেছে, মেয়ে সুমনা পানকে শশুর বাড়ি পৌঁছে দিতে বাসে সফর করছিলেন। মৃত ব্যক্তির মেয়ে সুমনা পানও গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এখনও পর্যন্ত কালনা হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২ জন আহত যাত্রী। তাদের মধ্যে দশজনের আঘাত গুরুতর। কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে আবার কারো মাথা ফেটেছে। কালনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা গ্রস্থ বাসটিকে উদ্ধার করে নিয়ে যায়।
 

Comments :0

Login to leave a comment