DANA WARNING

হতে পারে জলোচ্ছ্বাস, ডুবতে পারে নিচু এলাকা

জাতীয় রাজ্য

তিন ঘন্টার মধ্যে হতে পারে জলোচ্ছ্বাস। ১ মিটার পর্যন্ত উঠতে পারে সমুদ্রের জলস্তর। ওডিশার ভদ্রক এবং বালেশ্বরের পাশাপাশি রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার জন্যও এই সতর্কতা জারি করল আবহাওয়া বিভাগ।
শুক্রবার বেলা তিনটের কিছু পরে আবহাওয়া বিভাগ জরুরি বার্তায় জানিয়েছে এই জেলাগুলির নিচু এলাকা প্লাবিত হতে পারে। আবহাওয়া বিভাগ জানাচ্ছে জোয়ারের সময় জল যতটা ওঠে তার চেয়ে ১ মিটার বেশি উচ্চতা হতে পারে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইছে। বিকেলের মধ্যে হাওয়ার বেগ কমে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। ওডিশার বালেশ্বর, ময়ূরভঞ্জ, কেওনঝর, ভদ্রক, কেন্দ্রাপারার পাশাপাশি বাংলার পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বিকেল পর্যন্ত ঝড়ের বেগ এমনই থাকবে। ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় বিকেলে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বইবে বলে অনুমান আবহাওয়া বিভাগের। 
ওডিশার পশ্চিম উপকূলেই রয়েছে সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘দানা’। ধামারার ১৫ কিলোমিটার উত্তর এবং ভিতরকণিকার ৩০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিম থেকে ঘন্টায় ১২ কিলোমিটার গতিতে সরছে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র। উত্তর-উত্তরপশ্চিম দিশায় সরছে ঝড়ের কেন্দ্র।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন ঘূর্ণিঝড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তিনি জানিয়েছেন মৃত ব্যক্তি নিজের ঘরে কেবল সারানোর কাজ করছিলেন।

Comments :0

Login to leave a comment