Birbhum

পাথর খাদানে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭

রাজ্য

বীরভূমের নলহাটিতে পাথরের খাদানে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। মৃত শ্রমিকের নাম তপন মাল। বর্ধমান থেকে কলকাতায় তাকে স্থানান্তরিত করা হয়েছিল চিকিৎসার জন্য। এদিন কলকাতার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 
গত ১২ সেপ্টেম্বর অবৈধ পাথর খাদানে ধস নেমে মৃত্যু হয় ৬ জনের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন আরও ৪ জন। নলহাটির বাহাদুরপুর পাথরবলয়ের শালডাঙ্গার এক অবৈধ খাদানের গহ্বরে কাজ করা শ্রমিকদের উপর আছড়ে পড়ে পাথর, মাটি। ক্ষতবিক্ষত হয়ে যায় দশ-এগারো জনের দেহ। সবাই চাপা পড়েন মাটি, পাথরের নিচে। উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হলে ৬ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। 
সেই সময় আশপাশে থাকা শ্রমিকদের বিবরণ অনুযায়ী, ওইদিন দুপুর তিনটে নাগাদ দুর্ঘটনা ঘটে। তখন খাদানের নিচে পাথর ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা। আচমকা ধসে মাটি, পাথর পড়ে উপর থেকে। ধসে চাপা পড়ে যান সকলে। ছুটে আসেন বাকিরা। ধস সরিয়ে শ্রমিকদের উদ্ধার করে প্রথমে নলহাটি, পরে সেখান থেকে রামপুরহাট মেডিক্যাবল কলেজে নিয়ে যাওয়া হয়। ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এলাকা সূত্রে জানা গেছে মৃতরা হলেন মহুল্লা গ্রামের সামাউল মোল্লা (৪০), সরেহা গ্রামের আবিদ শেখ (২৮), বাগানপাড়ার হজরত আলি (২৪), লালবাবু শেখ (৩০), শিমডহরির রথ মণ্ডল (৩৫) এবং কাদাশির গ্রামের কাজল লেট (২৮)। প্রত্যেকেই গরিব পরিবারের সদস্য।

Comments :0

Login to leave a comment