icc Champions Trophy

বৃষ্টিবিঘ্নিত পাকিস্তান - বাংলাদেশ ম্যাচ পরিত্যক্ত

খেলা

pakistan-vs-bangladesh-icc-champions-trophy

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে খেলা হওয়ার কথা ছিল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে । কিন্তু বৃষ্টিই বিঘ্ন ঘটালো ম্যাচের। আগের দিন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচও পরিত্যক্ত হয়েছিল একই কারণে । এমনিতেও এই দুই দলের সফর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ হয়ে গেছে। ফলে  এই ম্যাচের বিশেষ কোনো গুরুত্বই ছিলোনা। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই পেলো ১টি করে পয়েন্ট । ৩ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে এই দুই দেশই বিদায় নিলো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে।

Comments :0

Login to leave a comment