Water crisis

পানীয় জলের সঙ্কট মেটাতে ডেপুটেশন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির

কলকাতা

ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। এই সময়ে পানীয় জলের সঙ্কটে খুবই সমস্যার মধ্যে পড়েছেন কলকাতা কর্পোরেশনের অন্তর্গত ১৩৩, ১৩৪ ও ১৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এনিয়ে সংখ্যালঘু প্রধান বন্দর এলাকার মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই আবহে দ্রুত পানীয় জলের সমস্যা সমাধানের দাবি জানিয়ে বুধবার বোরো ১৫ এর চেয়ারম্যানকে ডেপুটেশন দিলেন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির কলকাতা জেলা কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য, বোরো ১৫ এর অন্তর্গত ১৩৩,১৩৪ ও ১৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকায় পানীয় জলের অপ্রতুলত অবস্থা। টাইম কল গুলিতে জলের প্রেসার কম, দিনে অল্প সময়ের জন্য জল আসে, সেখানেও দেখা যায় নোংরা কাদা জল আসছে। এই পরিস্থিতিতে পানীয় জলের সমস্যা সমাধান করার দাবিতে একাধিকবার স্থানীয় পৌরপ্রতিনিদের কাছে জানিয়েও কোন সুরাহা হয়নি। 

এদিকে শুরু হয়েছে রমজান, এদিন বস্তি আন্দোলনের নেতা শিবেন্দু ঘোষ, আব্বাস খান, ভাষ্কর বটব্যাল, মহম্মদ জাকির হোসেন, মহম্মদ আনোয়ার খান ও তরুণ রায়চৌধুরীর সহ এক প্রতিনিধি দল বোরো ১৫ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment