Pinarai

কেরালাকে মিনি পাকিস্তান বলায় সরব বিজয়ন

জাতীয়

মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নীতিশ রানের মন্তব্যের তীব্র্ সমালোচনা করলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সম্প্রতি বিজেপি মন্ত্রী নীতিশ রানে মন্তব্য করেছেন যে, কেরালা মিনি পাকিস্তানে পরিনত হয়েছে। পিনারাই মঙ্গলবার এক্সহ্যান্ডেলে লিখেছেন, ‘‘কেরালাকে মিনি পাকিস্তান বলে যেই মন্তব্য বিজেপি মন্ত্রী নীতিশ রানে করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। এই মন্তব্যের মাধ্যঙে সঙ্ঘ পরিবারের কেরালাকে নিয়ে মনোভাব স্পষ্ট করছে। কেরালাকে নিয়ে যেই বিদ্বেষ ছড়ানো হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সঙ্ঘ পরিবারের এই ঘৃনার রাজনীতির বিরুদ্ধে সব গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’’

ওয়েনাড কেন্দ্র থেকে রাহুল গান্ধী সাংসদ পদ ছাড়ার পর ওই কেন্দ্র থেকে উপ-নির্বাচনে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। ওই প্রসঙ্গ টেনে বলতে গিয়ে নীতিশ রানে বলেছএন, ভাই বোন দুজনেই ওয়েনাড থেকে জয়ী হতে পেরেছে তার কারণ কেরালা মিনি পাকিস্তানে পরিনত হয়েছে। মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রীর এই মন্তব্য সামনে আসার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। সিপিআই(এম) এর পাশাপাশি কংগ্রেসও এই মন্তব্যের সমালোচনা করেছে। 

Comments :0

Login to leave a comment