রাতের অন্ধকারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো দিল্লির বিস্ফোরণ কান্ডে অভিযুক্ত উমরের বাড়ি। গতকাল রাতে পুলওয়ামা গ্রামে উমরের যেই বাড়ি ছিল সেই বাড়ি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
সোমবার দিল্লির লাল কেল্লা মেট্রোর ১ নম্বর গেটের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ১৩ জনের মৃত্যু হয়। একটি আই ২০ গাড়িতে ছিল বিস্ফোরক। গাড়ির চালকের আসনে ছিলেন কাশ্মীরের বাসিন্দা পেশায় চিকিৎসক উমর। দিল্লির ঘটনার পর এখনও পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারিরা। তিনজনের সাথে ওমরের যোগাযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে।
সেদিনের বিস্ফোরণে উমরের মৃত্যু হয়। পরবর্তী সময় ডিএনএ পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করেন তদন্তকারিরা। উমরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্তের অংশ হিসাবে এই কাজ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উমর নিয়মিত যোগাযোগ রাখতেন আরও দুই কাশ্মীরি চিকিৎসকের সঙ্গে যাদের ফরিদাবাদ সন্ত্রাস মডিউল ফাঁস হওয়ার পরে আটক করা হয়।
উমরের গ্রামের লোকদের কথায় উমর অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তদন্তকারীদের কথায় গত দুই বছরে তার আচরণে বিভিন্ন পরিবর্তন দেখা যায়। তার বিভিন্ন তথ্য ঘেঁটে তারা অনুমান করছেন তার সাথে যোগ রয়েছে পাকিস্তানী সন্ত্রাবাদী গোষ্ঠী জইশ-ই-মহম্মদের।
Delhi Blast
রাতের অন্ধকারে গুঁড়িয়ে দেওয়া হলো পুলওয়ামায় উমরের বাড়ি
×
Comments :0