ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের জন্মদিবস নিয়ে নতুন রাজনৈতিক তরজায় মেতেছে রাজ্যের বিজেপি সরকার এবং বিরোধী বিজু জনতা দল। ৫ মার্চ বিজু পট্টনায়কের জন্মদিন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনের দিন রাজ্যে পঞ্চায়েত রাজ দিবস ঘোষনা করেছিল নবীন পট্টনায়ক সরকার। ক্ষমতায় এসে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে এই দিন তারা পঞ্চায়েত রাজ দিবস হিসাবে পালন করবে না। পঞ্চায়েত রাজ দিবস পালিত হবে ২৪ এপ্রিল, যেদিন গোটা দেশে তা পালিত হয়। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ওড়িশার রাজনীতির উল্লেখ যোগ্য চরিত্র বিজু পট্টনায়ক। স্বাধীনতা আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময় ওড়িশার মুখ্যমন্ত্রী হন। তার প্রয়ানের পর তাঁর ছেলে নবীন পট্টনায়ক তাঁর নামেই নতুন রাজনৈতিক দল গঠন করেন। দীর্ঘদিন ওড়িশাব ক্ষমতায় ছিল নবীনের দল। ২০২৪ এর নির্বাচনে তারা পরাজিত হয়েছেন।
বিজু জনতা দলের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যে বিজু পট্টনায়কের অবদানের কথা মাথায় রেখে তার প্রতি সম্মান জানিয়ে ওই দিন পঞ্চায়েত রাজ দিবস হিসাবে ঘোষনা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। অভিযোগ বিজেপি প্রতিহিংসার রাজনীতি করে তা বাতিল করেছে। উল্লেখ্য ৫ মার্চ ওড়িশার সরকারি ছুটিও বাতিল করা হয়েছে বর্তমান সরকারের পক্ষ থেকে। সরকারের যুক্তি তারা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অসম্মান করছেন না।
এদিন বিজু পট্টনায়কের মূর্তির সামনে প্রতিবাদ জানায় বিজেডি। তাদের দাবি রাজ্যে কংগ্রেস সরকারের সময়ও ৫ মার্চ বিজু পট্টনায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে পঞ্চায়েত রাজ দিবস পালন করা হয়েছে।
বিজেডি বিধায়ক প্রমীলা মল্লিক বলেন, ‘দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার উন্নতির জন্য গুরুত্বপূ্র্ণ একাধিক পদক্ষেপ নিয়ে ছিলেন বিজু পট্টনায়ক। তার নেতৃত্বে ১৯৯১ সালে আইন করে ত্রিস্তর পঞ্চায়েতে এক তৃতীয়াংশ আসন সংরক্ষন করা হয় মহিলাদের জন্য। রাজ্যে তাঁর অবদান ভুলিয়ে দেওয়ার জন্য বিজেপির এই পদক্ষেপ।’’ বিরোধীদের আরও অভিযোগ ক্ষমতায় এসে বিজেপি বিজু পট্টনায়কের নামাঙ্কিত একাধিক সরকারি প্রকল্পের নাম বদলে দিয়েছে।
এই পরিস্থিতি রাজ্যের মুখ্যমন্ত্রী পক্ষ থেকে বিরোধী দলনেতা নবীন পট্টনায়ককে একটি চিঠি লেখা হয়েছে। যেখানে তাঁকে অনুরোধ করা হয়েছে বিজু পট্টনায়কের জন্মদিনে সরকারের পক্ষ থেকে যেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে অংশ নেওয়ার জন্য।
ORISHA
বিজু পট্টনায়কের জন্মদিবস নিয়ে রাজনৈতিক তরজা ওড়িশায়

×
Comments :0