বালির লরি চলাচলের জেরে বেহাল হয়ে পড়েছে রাস্তা। তার জেরে লরি আটকে অবরোধ করেছেন গ্রামবাসীরা।
ঝাড়গ্রাম জেলার লালগড়ের ৮ নম্বর সিজুয়া অঞ্চলের কাঁটাপাহাড়িতে স্থানীয়রা জানিয়েছেন বালির লরির দাপটে অতিষ্ঠ জনজীবন।
গ্রামবাসীদের অভিযোগ, অবৈধ বালি পাচার চলছে। ওভারলোড করা হচ্ছে লরি। তার জেরে রাস্তার অবস্থা বেহাল। বালি মাফিয়া এবং গ্রামবাসীদের সংঘর্ষে ১৮ জন হাসপাতালেও ভর্তি। স্থানীয়রা বলেছেন, কংসাবতীর চর কেটে ৩০০ ভারী গাড়ি বালি চুরি করছে। রাস্তার বেহাল অবস্থা। স্কুলের শিশুরা যাতায়াত করে। বালি মাফিয়াদের দৌরাত্মে হাজার খানেক মানুষের যাতায়াত বন্ধ।
গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁরা বলেছেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
Lalgargh Sand Mafia
কংসাবতীর বালি চুরিতে বেহাল রাস্তা, বিক্ষোভ লালগড়ে
×
Comments :0