indian super league

আইএসএলে পাঞ্জাবের মুখোমুখি গোয়া

খেলা

punjab vs fc goa indian super league

আইএসএলে পাঞ্জাবের মুখোমুখি গোয়াআইএসএলে বৃহস্পতিবার দিল্লিতে পাঞ্জাবের বিরুদ্ধে নামবে মানালো মার্কেজের গোয়া। শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে মোহনবাগান। তাই দ্বিতীয় স্থানে থাকা গোয়ার কাছে এখন মূল লক্ষ্য বাকি তিনটি ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া । গত ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘরের মাঠে পরাস্ত হয়েছে পাঞ্জাব । তাই এই ম্যাচে জয় পেতেও তারাও মরিয়া থাকবে। বর্তমানের লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে ২৪ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে পাঞ্জাবেরও সুযোগ রয়েছে সুপার সিক্সে ওঠার । তাই ক্ষীণ এই সুযোগটিকে একদমই হাতছাড়া করতে চাইছেন না  গ্রিক কোচ প্যানজিওটিক্স ।মাদি তালালের মতো খেলোয়াড়কে হাতছাড়া করেও এই মরশুমে পুলগা ভিদালের মতো খেলোয়াড়কে নিয়ে এসেছিলো ম্যানেজমেন্ট। ফলে তাদের স্কাউট খুব ভালো কাজ করছে। তবে এই মরশুমে তাদের সুপার সিক্সের আশা জিইয়ে রাখতে প্রয়োজন বৃহস্পতিবারে জয়ের । 

Comments :0

Login to leave a comment