Lynching

বিমান কর্মীকে মারধরের অভিযোগ সেনা কর্মীর বিরুদ্ধে

জাতীয়

স্পাইস জেটের কর্মীকে মারধরের অভিযোগ উঠলো এক সেনা কর্মীর বিরুদ্ধে। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে অতিরিক্ত জিনিস থাকার জন্য ওই সেনা কর্মীরা কাছে বাড়তি টাকা চাওয়া হয় নিয়ম অণুযায়ী। কিন্তু তিনি সেই টাকা দিতে অস্বীকার করেন। বল পূর্বক সে নিয়ম ভেঙে এগিয়ে যায়। 
বিমান সংস্থা সূত্রে খবর সাত কেজির বেশি জিনিস থাকলে তার জন্য বাড়তি টাকা দিতে হয়। ওই সেনা কর্মীর কাছে ছিল প্রায় ১৭ কেজি জিনিস তার কাছে ১০ কেজি বেশি জিনিস থাকার জন্য বাড়তি টাকা চাওয়া হয়। বলা হয়েছে, ‘আমাদের কর্মী তার কাছে নিয়ম অনুযায়ী ১০ কেজি জিনিস বেশি থাকার জন্য টাকা দিতে বলেন। তিনি সেই টাকা না দিয়ে গায়ের জোড় প্রয়োগ করে এগিয়ে যান। চেকিং না করেই তিনি গেটের কাছে চলে যান। সেখানে গিয়ে হঠাৎ করে স্পাইস জেটের কর্মীদের ওপর চড়াও জন। তাদের মারধর করেন।’
ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের একজন কর্মী গুরুত্বর ভাবে আহত হয়েছেন। তার শিড়দাঁড়ায় এবং চোয়ালে আঘাত লেগেছে। মোট তিনজন কর্মী তাদের আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। 
অভিযুক্ত সেনা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর ভারতীয় সেনার পক্ষ থেকে এই ঘটনার নিন্দা করা হয়েছে এই তদন্ত সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment