রাজ্য সরকারের তরফে জানানো হয়, বিশেষ পুজো উপলক্ষে সকালে প্রচুর মানুষ মন্দিরে ভিড় করেন। আচমকা ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেই সময় অনেকে পড়ে গিয়ে পদপিষ্ট হন।
এদিনের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি বলেছেন, “ভেঙ্কটেশ্বরা মন্দিরে এই মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আহতদের সঠিক চিকিৎসার নির্দেশ দিয়েছি। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
Comments :0