Nuh Violence

নুহতে বুলডোজার উচ্ছেদে স্থগিতাদেশ

জাতীয়

নুহে বুলডোজার উচ্ছেদে স্থগিতাদেশ জারি করল আদালত। পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের নির্দেশ এসেছে সোমবার। জেলা প্রশাসন তার ভিত্তিতে উচ্ছেদ থামানোর নির্দেশ দিতে বাধ্য হয়েছে। হরিয়ানার নুহ এবং গুরগাঁয়ে সাম্রদায়িক হিংসা ছড়ায় ৩১ জুলাই থেকে। দাঙ্গা মোকাবিলার নামে বিজেপি সরকার চারদিন ধরে মুসলিম প্রধান এলাকায় বুলডোজার নামিয়েছে। ৩৫০ টি ঝুপড়ি এবং ৫০-র বেশি পাকা কাঠামো ভাঙা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ওষুধের দোকান। বেছে বেছে মুসলিম এলাকায় উচ্ছেদের প্রতিবাদে সরবও হয়েছে বিভিন্ন অংশ। সোমবার হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে স্থগিতাদেশ জারি করেছে।

Comments :0

Login to leave a comment