Swarupnagar Shootout

স্বরূপনগরে শুট আউট,  নিহত ১

রাজ্য জেলা

মৃত যুবক ইসারুল গাজি।

স্বরূপনগর থানার দত্তপাড়া উঁচু পোল এলাকায় বুধবার সাতকালে গুলিবিদ্ধ যুবক। স্থানীয় শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃত যুবকের নাম ইসারুল গাজি। তারালি গ্রামের বাসিন্দা।ইসারুল গুলিবিদ্ধ হয়ে রাস্তার ধারে একটি বাড়িতে আশ্রয় নিতে গিয়ে অচৈতন্য হয়ে পড়ে। তারপর সেখান থেকে হাসপাতাল। ভারত বাংলাদেশ সীমান্তে স্বরূপনগর ব্লকের তারালি সীমান্তে পাচারের সাথে যুক্ত থাকতে পারে এমনটাই অনুমান ঘটনাস্থলের বাসিন্দাদের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠায় বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে। সাতসকালে শুট আউট। তবে কী পাচারকারীদের মুক্তাঞ্চলে পরিণত হতে চলেছে স্বরূপনগর? প্রশ্ন সাধারণ মানুষের।

প্রত্যক্ষদর্শী এক মহিলার কাছ থেকে জানা গিয়েছে, দুটি মোটরবাইকে চেপে ছয়জন দুষ্কৃতী ইসারুল গাজিকে ঘিরে ফেলে মারধর করতে থাকে এবং জিনিস দে বলতে থাকে।ইসারুল বলে, আমাকে মারিস না আমি দিয়ে দিচ্ছি। যদিও দুষ্কৃতীরা তার গায়ের জ্যাকেটটি ততক্ষণে জোর করে খুলে নেয়‌। মনে করা হচ্ছে জ্যাকেটটির ভিতরে বহু মূল্যবান কোন বস্তু আছে যেটি ইসারুল পাচার করছিল।সে দুষ্কৃতীদের চিনে ফেলায় তাকে এভাবে বেঘোরে প্রাণ দিতে হলো এমনটাও অনুমান স্থানীয়দের। আবার কেউ কেউ মনে করছেন পাচারকারী দুটি গোষ্ঠীর বিবাদ থেকে সাতসকালে এই শুট আউট। সবটাই খতিয়ে দেখতে শুরু হয়েছে পুলিশি তদন্ত। ঘটনাস্থল গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উঁচু পোল এলাকার প্রকাশ্য রাজপথে ফিল্মি কায়দায় সাতসকালের এই শুট আউটের ঘটনা এই প্রথম। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Comments :0

Login to leave a comment