সোমনাথ দত্ত: মালবাজার
বুধবার রাতেই নতুন বছরকে স্বাগত জানিয়েছে সারা দেশর মানুষ। আনন্দ ২০২৬ সালকে বরণ করে নিয়েছে। জাঁকিয়ে ঠান্ডা পড়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ গোটা ভারতে। বৃহস্পতিবার বছরের শুরুতেই তাপমাত্রার পারদ যেমন নেমেছে তেমন পাল্লা দিয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে বেড়েছে মানুষের ভিড়। বছরের প্রথম দিনেই ভারতের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে উপচে পড়েছে ভিড়। পুরি, দার্জিলিং, দিঘা, কাশ্মির, মানালি, ডুয়ার্স থেকে শুরু করে সব পর্যটনকেন্দ্রগুলিতে এদিন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিউ টাউনের ইকো পার্ককে থেকে আলিপুরের চিড়িয়াখানায়তেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
নতুন বরের প্রথম দিনে শীতের দুপুরে জমে উঠল পিকনিক। এদিন সকাল থেকেই ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে দেখা গেল পিকনিকে মেতে উঠতে পর্যটকদের। পাশাপাশি ভিড় জমলো ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে। পশ্চিম ডুয়ার্সের মাল উদ্যান সহ মাল ব্লকের পার্শ্ববর্তী গরুবাথান ও পাহাড়ি পর্যটন কেন্দ্রগুলিতে বিভিন্ন এলাকার মানুষজনকে দেখা গেল পিকনিক করতে। এদিন সকাল থেকেই মালবাজার শহরের সত্যনারায়ণ মোড়ে বহু মানুষের সমাগম হয়। রাস্তার দুই ধারে সারিবদ্ধ গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকার মানুষজন এখানে বেড়াতে আসেন। অপরদিকে শহরের মাল উদ্যানে কচিকাচা সহ বিভিন্ন বয়সীরা ভিড় জমান। মাল উদ্যানের সামনে দোকান গুলিতে ক্রেতাদের ভিড় উপচে পড়ে। অপরদিকে মাল ব্লকের পার্শ্ববর্তী পাহাড়ি গরুবাথান বিভিন্ন পিকনিক স্পটগুলিতে বিভিন্ন এলাকার মানুষজন ভিড় জমান। একদিকে কনকনে শীতের হাওয়া অপরদিকে হালকা মিঠেল রোদে জমে ওঠে পিকনিক। নতুন বর্ষের প্রথম দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে মালবাজার ট্রাফিক পুলিশের উদ্যোগে শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হয়। মাল উদ্যান ও সত্যনারায়ণ মোড় এলাকায় যানজট এড়াতে ট্রাফিক পুলিশের তরফে বাড়তি উদ্যোগ গ্রহণ করা হয়।
মাল উদ্যানের বিশেষ আকর্ষণ টয় ট্রেন(জয় রাইড) বেড়াতে আসা বহু মানুষকেই রাইড করতে দেখা যায়। বিভিন্ন বয়সীদের ভিড়ে এদিন টয়ট্রেন মাল উদ্যানের তার যাত্রাপথে যাত্রা করে। মাল শহরসহ বিভিন্ন এলাকার ভ্রমণপিপাসুর দল ইংরেজি নববর্ষের প্রথম দিনে মাল উদ্যানে ভিড় জমান। উদ্যান কর্তৃপক্ষের তরফে বাড়তি নজরদাড়ির ব্যবস্থা রাখা হয়। সুদুর মাথাভাঙ্গা, ময়নাগুড়ি, তুফানগঞ্জ, মেটেলি, লক্ষ্মীপাড়া থেকে ভ্রমণপিপাসুরা মাল উদ্যানে বেড়াতে আসেন। রুমা সাহা, মীরা সাহা, অমৃতা প্রধান, আশ্রিতা ওরাও প্রমূখ একই সুরে জানালেন, ‘‘ইংরেজি নববর্ষের প্রথম দিনে পরিবারসহ বেড়াতে বেরিয়েছি। ডুয়ার্সের মাল উদ্যানে বেড়াতে এসেছি। বেশ ভালো লাগছে।’’ মাল উদ্যানের সবুজ ঘাসে ওপর বসে চলল সকলের আড্ডা ও খাওয়া দাওয়া। ইংরেজি নববর্ষের প্রথম দিনে ভ্রমণপিপাসুদের ভিড়ে কার্যতো হিট মাল উদ্যান ও শহরের দর্শনীয় পর্যটক কেন্দ্রগুলি।
Comments :0