প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোন সিংয়ের প্রয়ানে সাতদিনের জাতীয় শোক ঘোষনা করেছে কেন্দ্রীয় সরকার। এই জাতীয় শোকে স্কুল কলেজ খোলা থাকবে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেই বিঞ্জপ্তি জারি করা হয়েছে তাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোন কথা উল্লেখ করা নেই।
তবে কংগ্রেস শাসিত দুই রাজ্য কর্ণাটক এবং তেলেঙ্গানা শিক্ষা প্রতিষ্ঠান গুলোয় ছুটি ঘোষনা করেছে। কর্ণাটক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ অর্থাৎ শুক্রবার রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই বিঞ্জপ্তি জারি করা হয়েছে কংগ্রেস শাসিত আরও এক রাজ্য তেলেঙ্গানার পক্ষ থেকে।
বৃহস্পতিবার রাতে এআইআইএমএস হাসপাতালে প্রয়াত হন মনমোহন সিং। শুক্রবার তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। শ্রদ্ধা জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। শনিবার হবে তাঁর শেষকৃত্য। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের সব দলীয় কর্মসূচি বাতিল করেছে কংগ্রেস।
Congress
প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়ানে ছুটি ঘোষনা কংগ্রেস শাসিত দুই রাজ্যে
×
Comments :0