এসএসসি একাদশ-দ্বাদশের নথি যাচাইয়ের কাজ শুরু হলো মঙ্গলবার থেকে। বহু নতুন মা তাদের সদ্যোজাতদের কোলে নিয়েই এলেন নথি যাচাই করতে। পাশাপাশি নতুন পরীক্ষার্থীদের সঙ্গেই বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরাও এদিন ভেরিফিকেশনের জন্য উপস্থিত হন এসএসসি'র নতুন ভবনে।
শাসকদলের দুর্নীতির দায়ে চাকরি হারিয়েছিলেন তাঁরা। প্রচন্ড মানসিক চাপ নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থাতেই দিতে হয়েছে পরীক্ষাও। এবার সদ্যজাতকে কোলে নিয়েই নথি যাচাই পর্ব। বহু পরীক্ষার্থীদেরই একই অবস্থার চিত্র ধরা পড়লো এদিন এসএসসি'র নতুন ভবনের সামনে। তাদের মধ্যে একজন বললেন, ‘‘অন্তঃসত্ত্বা অবস্থাতেই মানসিকচাপের সাথে লড়াই করে পরীক্ষা দিতে হয়েছে। সরকার ইচ্ছাকরে আমাদের আগুনের মধ্যে ঠেলে ফেলে দিয়েছে।’’
অভিজ্ঞতার জন্য পরীক্ষায় যোগ্য চাকরিহারাদের বাড়তি ১০ নাম্বার দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে সোমবারও আন্দোলনে নামেন বহু নতুন পরীক্ষার্থীরা। তাদের একটাই দাবি শূন্যপদ সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে। নথি যাচাই করতে আসা যোগ্য চাকরিহারাদের অনেকেই এদিন একই দাবি তুললেন।
‘‘ওরা ওদের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পেয়েছেন। এতদিন কাজ করেছেন তার তো একটা মূল্য আছে। যোগ্য সবার চাকরি হোক।’’- এমন বিপরীত সুর ও শোনা গেলো অনেকের কথায়। অনেক বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের ও এদিন ভেরিফিকেশন পর্বে অংশ নিতে দেখা যায়।
Document verification
সদ্যোজাতদের কোলে নিয়েই নথি যাচাই
×
Comments :0