৬ ঘন্টার বর্ষণে ভেসেছে গোটা কলকাতা। অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে ওই সময়কালে। যে নিম্নচাপের জন্য এই বৃষ্টি তা ওড়িশা উপকূলের কাছে গিয়ে দুর্বল হয়ে পড়েছে। ঘূর্ণাবর্ত হয়ে অবস্থান করছে দক্ষিণ ওড়িশা উপকূলে।
কিন্তু পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে, আগামী ১২ ঘন্টার মধ্যে উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে শনিবার থেকে বৃষ্টিপাত হতে পারে।
২৭ সেপ্টেম্বর সকালের দিকে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে নতুন এই নিম্নচাপের। এর পরিপ্রেক্ষিতেই, আগামী ৭ দিন ধরে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টিপাত হবে। মূলত দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। কলকাতা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সব জেলায় ১ অক্টোবর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আপাতত উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু শনিবার থেকে বাড়বে বৃষ্টি। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হলুদ সতর্কতা জারি হয়েছে। সোমবার মালদহ, দক্ষিণ দিনাজপুরের মতো উত্তরবঙ্গের দক্ষিণের জেলাগুলিও বৃষ্টি হবে।
Weather
কাল ফের নিম্নচাপ, বৃষ্টির আশঙ্কা উৎসবের সময়েও

×
Comments :0