ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে হাজার হাজার টাকার বিনিময়ে পাইকারি মাছ ব্যবসায়ীরা ঘর পেয়েছেন। অথচ দীর্ঘদিন ধরে সেই ঘরগুলো ব্যবসা পরিচালনার উপযোগী নয়। সংস্কারের অভাবে ছাদের চাঙড় খসে পড়ছে, জলের কোন ব্যবস্থা নেই। সন্ধ্যার পর গোটা এলাকা অন্ধকারে ডুবে যাচ্ছে। বেশ কিছু পাইকারি মৎস ব্যবসায়ী অস্থায়ীভাবে ঝুপড়ি বানিয়ে মাছ বিক্রির চেষ্টায় দিনযাপন করছেন। 
পাইকারি মাছ ব্যবসায়ী সমিতির সম্পাদক বিদ্যুৎ সাহা বলেন, "আমরা বিপুল টাকার বিনিময়ে এই ঘরগুলি নিয়েছি, কিন্তু একটুও ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকায় ঘরে মাছ রাখা সম্ভব নয়। বাধ্য হয়ে অস্থায়ী ভাবে নিজস্বভাবে কিছু ঝুপড়ি বানিয়ে ব্যবসা চালাচ্ছি। বাজার কর্তৃপক্ষকে বহুবার বেহাল অবস্থা জানিয়েছি, তবু কোনও কার্যকর ব্যবস্থা নেই। পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। প্রতিদিন মোটা টাকা খাজনা দিতে হয়, অথচ ব্যবসা চালানোর জন্য কোনো ব্যবস্থা নেই।" স্থানীয়দের অভিযোগ, বাজারের রাস্তাগুলি কাঁদামাটি ও নোংরা আবর্জনায় ভর্তি। ব্যবসায়ী এবং ক্রেতারা চলাচলে ব্যাপক সমস্যায় পড়ছেন। একাধিক এলাকায় নোংরা আবর্জনা দীর্ঘদিন জমে থাকার ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে জনস্বাস্থ্য বিপন্ন হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদেরও মারাত্মক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, "এভাবে চলতে থাকলে পাইকারি মাছ ব্যবসা একসময় বন্ধই হয়ে যাবে। স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকায় ক্রেতারাও আসতে চাইছে না।"
Dhupguri
ধূপগুড়ি: ঘর কিনেও পরিষেবা পাচ্ছেন না মাছ ব্যবসায়ীরা
                                    এমনই জঞ্জাল, আবর্জনায় ভরে থাকে বাজার চত্বর।
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0