wiaan mulder creates e record against zimbabwe

দ্বিতীয় দ্রুততম ত্রিশতরানের রেকর্ড মুল্ডারের

খেলা

ভারত ইংল্যান্ড টেস্ট ছাড়াও টেস্টে সদ্য বিশ্বচ্যাম্পিয়নের তকমা পাওয়া দক্ষিণ আফ্রিকা খেলছে জিম্বাবোয়ের বিরুদ্ধে। বুলাওয়তে সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে দ্রুততম ত্রিশতরান করলেন উইয়ান মুল্ডার। চেন্নাইয়ে ২০০৮সালে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই টেস্টে ২৭৮ বলে বিশ্বের দ্রুততম ত্রিশতরান করেন বীরেন্দ্র শেহবাগ। ২০২৫ এ জিম্বাবোয়ের বিরুদ্ধে মুল্ডার ২৯৭বলে করলেন ত্রিশতরান। এই তালিকায় মুল্ডারের পর রয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ইংলিশ এই ব্যাটার গত বছর পাকিস্তানের বিরুদ্ধে মুলতান টেস্টে ৩১০বলে ত্রিশতরান করেন। ১৯৩৩সালে ইংলিশ ব্যাটার ওয়েলি হ্যামন্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডে ৩৫৫বলে ত্রিশতরান করেন এবং এই তালিকায় সর্বশেষ স্থানে রয়েছেন অজি কিংবদন্তি ব্যাটার ম্যাথু হেডেন। পার্থ স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০৩সালে ত্রিশতরান করেছিলেন হেডেন। বুলাওয়তে এদিন আরো এক অন্যন্য রেকর্ডের মালা গাঁথলেন মুল্ডার । অধিনায়ক হিসেবে টেস্টে অভিষেক ম্যাচেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ত্রিশতরানের এক দুর্দান্ত মাইলফলক গড়লেন উইয়ান মুল্ডার। ২০১৪তে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকুলামের পর নবম অধিনায়ক হিসেবে ৩০০রানের গন্ডি পার করলেন মুল্ডার। বর্তমানে ৩৩৭রানে ক্রিজে রয়েছেন মুল্ডার। ৫উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার বর্তমান স্কোর ৫৭৮ রান।    

Comments :0

Login to leave a comment