পাঁচামী। সকাল বেলায় কাজে নেমে কয়লা খনির জন্য প্রাথমিকভাবে শুরু হওয়া কাজ বন্ধ করে বিক্ষোভে শামিল সাগরবান্দী সহ আশপাশের গ্রামের মহিলারা।
দিন কয়েক আগেই শত বাধার মুখে পড়েছিল প্রশাসন। তারপর নানান 'কৌশল', 'আশ্বাস' এর বিনিময়ে কাজ শুরু করে। মুখ্যমন্ত্রীর ঘোষণার মান রাখতে গভীর রাতে মাটি কোপায় প্রশাসন। তারপর গাছ প্রতিস্থাপনের কাজ শুরু হয়। এর মাঝে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। এলাকার মানুষকে 'শান্ত' করতে তাঁদের দাওয়ায় বসেছেন। রাস্তার কল থেকে জল খেয়েছেন। কিন্তু কয়লা খনি নিয়ে পাঁচামীতে ক্ষোভ যে এখনও পুঞ্জিভূত প্রমাণ দিয়েছে মঙ্গলবারের সকাল।
Panchami Coal Mine
পাঁচামীতে ফের খনির কাজ বন্ধ মহিলা বিক্ষোভে

×
Comments :0