MUKTADHARA KABITA / MINA MUKHAPADHYA

মুক্তধারা কবিতা / প্রবহ

সাহিত্যের পাতা

MUKTADHARA  KABITA  MINA MUKHAPADHYA 13 JUNE

প্রবহ 
মিনা মুখোপাধ্যায়


দুরন্ত দুপুরের উত্তপ্ত বাতাসে
রাক্ষুসে রোদ্দুরটা মৌতাতে পোড়াচ্ছে পৃথিবী। 
পৃথিবীর বুকে জ্বলন্ত হিংসার আগুন। 
আকাশে তাকাতে চেয়েছিল কচি কচি ফুলের কুঁড়িক-টা। 
মাতৃ জঠর থেকে তারা একে একে বৃন্তচ্যুত হয়ে পড়ল ধুলোর আঁচলে!

কিন্তু আমার যে আজ ফুলেরই প্রয়োজন বড়ো_
কচি কচি পাতারা 
ঝলসে ছারখার। 
তবুও মিয়ানো হাত জোড় করে যেন ডাকছে কাউকে...... 
দু-একটুকরো বিচ্ছিন্ন সময় টোকা দেয় --
বসন্ত যাপনের বিচিত্র আনন্দ হাতে নিয়ে। 
হে প্রেমের দেবতা! 
পৃথিবীর এই বিষাক্ত মাটিতে দাও ভালোবাসার শুভ্র মেঘ যারা অন্তত ফোটাক কয়েকটা কুঁড়ি!

Comments :0

Login to leave a comment