কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় স্কারবরো ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ২০ বছর বয়সী এক ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ছাত্রের নাম শিবাঙ্ক অবস্তি। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি’র ছাত্র ছিলেন। পুলিশ সন্দেহভাজনকে গ্রেপ্তারে জনসাধারণের সাহায্য চাইছে। গত মঙ্গলবার গুলিবিদ্ধ অবস্থায় আহত অবস্থায় ডক্টরেট ছাত্র শিবাঙ্ক অবস্তিকে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে যে এটি টরন্টোর এই বছর ৪১ তম হত্যাকাণ্ড।
মঙ্গলবার, আনুমানিক ৩টে ৩৪ মিনিটে হাইল্যান্ড ক্রিক ট্রেইল এবং ওল্ড কিংস্টন রোড এলাকায় থেকে একটি ফোন কল পায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে যান। গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে দেখতে পান। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। বুধবার পুলিশ এক সরকারি বিবৃতিতে জানিয়েছে। পুলিশ আসার আগেই সন্দেহভাজনরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। হত্যাকাণ্ডের বিষয়ে জনসাধারণের কাছে কোনো তথ্য থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
ভারতীয় দূতাবাস শিবঙ্ক অবস্থির "মর্মান্তিক" মৃত্যুর জন্য "গভীর দুঃখ" প্রকাশ করেছে। টরন্টোর কনস্যুলেট জেনারেল অফ ইন্ডিয়া এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘তারা শিবঙ্কের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের কাছে একটি মারাত্মক গুলিবিদ্ধ ঘটনায় তরুণ ভারতীয় ডক্টরেট ছাত্র শিবঙ্ক অবস্থির মর্মান্তিক মৃত্যুর জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি’’। আরও বলা হয়েছে, ‘‘এই কঠিন সময়ে কনস্যুলেট শোকাহত পরিবারের সাথে যোগাযোগ রাখছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে এবং প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করছে।’’
গত সপ্তাহে টরন্টোতে ৩০ বছর বয়সী ভারতীয় মহিলা হিমাংশি খুরানাকে হত্যা করা হয়েছিল। স্ট্রাচান অ্যাভিনিউ এবং ওয়েলিংটন স্ট্রিট ডব্লিউ এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর পুলিশ তার মৃতদেহ খুঁজে পায়। পুলিশ ওই ঘটনায় সন্দেহভাজন ৩২ বছর বয়সী আব্দুল গফুরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
Indian Student Killed in Canada
কানাডায় আরও এক ভারতীয় ছাত্র খুন
×
Comments :0