MUKTADHARA POEM ARNNAK BOSE

মুক্তধারা কবিতা নকশি কাঁথা

সাহিত্যের পাতা

MUKTADHARA POEM ARNNAK BOSE 15 JUNE

নকশি কাঁথা
আরণ্যক বসু

যে মেয়েটির শান্ত গানে প্রথম বর্ষা আসে 
যে মেয়েটি আঁচল ওড়ায় মেঘদূতমের মাসে 
যে নারীকে ভাটিয়ালী ডাকছে নিরুদেশে 
প্রথম আলোর স্পর্ধা নামা প্রতিবাদীর বেশে।


যে কাহিনি লুকিয়ে থাকে আষাঢ়ের অ্যালবামে 
আঁখি-পল্লব ভিজে উঠলে, চলার পথত থামে; 
যার উঠোনে এক ঘটি জল, ফুল-বাতাসা থাকে, 
কচি পাতার অন্তর সেই কন্যাভ্রূণকে আঁকে।


কেউ না চিনলে কী আসে যায়? ভরা দুই মুঠো তার; 
গীতবিতানের প্রতিটি পৃষ্ঠা ডাক পাঠায় আবার 
ঋতুর পরে ঋতু বদলায়, লেখা হয় নারী-গাথা, 
মঙ্গল-মাস অগ্রহায়ণে বোনে সে নকশি কাঁথা


সেই মেয়েটির অন্তরকথা, ভালোবাসা, জানো তুমি? 
মিছিলে, শ্লোগানে, আলার বৃন্তে সে প্রথম মৌসুমী

 

 

 

 

 

 

 

Comments :0

Login to leave a comment