MUKTADHARA KABITA PRERANA PAL

মুক্তধারা কবিতা / প্রেরণার ছড়া

সাহিত্যের পাতা

MUKTADHARA  KABITA PRERANA PAL  17 JUNE

প্রেরণার ছড়া 

অচিন্ত‍্য সুরাল

একটা নবীন ছড়ার মাথায় পরাতে গেলাম তাজ
সে বলল, "আরে একী, এ-ই কি আমার সাজ !"
আমি বলি, কেন রে ভাই, তাজ কি খারাপ নাকি
তাজ পেলে তো আমরা সবাই দিব‍্যি খুশি থাকি ।
বলল ছড়া, "আমি তো চাই মানুষজনের মাঝে
থাকতে মিশে, দরকার কী আমার অমন সাজে
আমায় বরং খালি পায়ে খুব সাধারণ রেখে
ফুটপাথে আর আলপথে দাও আমার চিহ্ন এঁকে"
"আর তা ছাড়া সত‍্যি বলি, সকল প্রকার তাজ
টেনে ধূলায় মিশাতে চাই, সে-ই হোক আমার কাজ!"

এই না বলে জেদি ছড়া তাজটা ছুঁড়ে ফেলে
ঢুকল নিজের মনের ঘরে, এমন বেআক্কেলে

* এবছর উচ্চমাধ‍্যমিকে চতুর্থ স্থানাধিকারী প্রেরণা পালকে মনে রেখে ।

Comments :0

Login to leave a comment