NATUNPATA KABITA / DIN-RATIR

নতুনপাতা কবিতা / দিন-রাত্তির

ছোটদের বিভাগ

NATUNPATA KABITA  DIN-RATIR 19 JUNE

দিন-রাত্তির
সীমা দাশগুপ্ত বিশ্বাস

সূয্যিমামা রাতবিরেতে
ওঠেন যদি আজ৷
পরিয়ে দেব  পাতার মুকুট
"অপু"র মতো সাজ৷

চাঁদমামাকে বলব তখন
" দিনের বেলায় এসো৷
বাবার মতন নাইট ডিউটি,
দেবে না আজ ,
বোসো!"


"পাতার মুকুট পরবে তুমি?"
শুধাই সূয্যিমামায়!
কমলা আলোয় গা ভাসিয়ে
"মামা" শর্ত নামায়!

—..."ইচ্ছে মতন পাতার মুকুট 
পরতে আমিও  পারি৷
কিন্তু সেদিন চাঁদের সাথে
বন্ধ কথা......আড়ি!!!"

Comments :0

Login to leave a comment