Kalimpong

কালিম্পঙে খাদে পড়ল শ্রমিক বোঝাই গাড়ি, জখম হাওড়ার ৩

রাজ্য

Kalimpong

 
নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক বোঝাই গাড়ি গড়িয়ে পড়লো গভীর খাদে। বৃহস্পতিবার কালিম্পঙের চারমাইল সংলগ্ন মন্দিরগোলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছে তিন শ্রমিক। আহতেরা হাওড়ার বাসিন্দা রমেশ পাঁজা, রাজ সোরেন ও দীপ দাস। গুরুতর আহত তিন জন কালিম্পঙ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, শ্রমিক বোঝাই গাড়িটিতে মোট সাতজন শ্রমিক ছিলেন। এই ঘটনায় গাড়ির চালক সহ বাকি চার শ্রমিক বর্তমানে সুস্থ রয়েছে। বিপর্যয় বিধ্বস্ত সিকিমে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য বিদ্যুৎ মেরামতির কাজ করার জন্য শ্রমিকেরা রওনা হয়েছিলেন জোরথাঙের দিকে। খাড়া রাস্তা ধরে নামার সময় শ্রমিক বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গড়িয়ে পড়ে খাদে। 

 


উত্তর সিকিমের লোনাক হ্রদে মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বানের জেরে লাচেন উপত্যকার তিস্তা নদীর জলস্তর বেড়ে গিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। ফলে তিস্তা নদী তার প্রবাহের দুই পাশ ধরে ব্যাপক ধ্বংসলীলা চালিয়ে গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে চলে যায়। এই প্রাকৃতিক দূর্যোগের কারণে সিকিমের সাথে যোগাযোগ ব্যবস্থা একরকম বিচ্ছিন্ন হয়ে যায়। সিকিমের বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়ে পড়ে। বিপর্যয় বিধ্বস্ত এলাকাগুলিতে মেরামতির মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে সাজ সরঞ্জাম সাথে নিয়ে একটি গাড়িতে চেপে শ্রমিকেরা সিকিমের জোরথাঙের উদ্দেশ্যে রওনা হয় এদিন। ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে কালিম্পঙ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করে।      
 

Comments :0

Login to leave a comment