রবিবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। হরমনপ্রীত কৌররা মুখোমুখি হবেন বিসমা মারুফদের। বিশ্বকাপে দুই দলের প্রথম ম্যাচই একে অপরের বিপক্ষে। ভারতীয় দলের জন্য যদিও শুরুতেই খারাপ খবর। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচে খেলতে পারবেন না স্মৃতি মান্ধানা। আঙুলে চোট রয়েছে ভারতের বাঁহাতি ওপেনারের। ভারতের মহিলা দলের কোচ হৃষীকেশ কানিতকর দ্বিতীয় ম্যাচ থেকে মান্ধানাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। কানিতকর জানিয়েছেন যে, পাকিস্তান ম্যাচের জন্য ভারত তৈরি। কোচ বলেছেন, “শক্তিশালী দলের বিরুদ্ধে সবাই খেলতে চায়। দলের কেউ কেউ পাকিস্তানের বিরুদ্ধে আগে খেলেছে, কেউ খেলেনি। কিন্তু আমরা সবাই প্রস্তুত। দলের পরিবেশও খুব ভালো।”
শুক্রবার থেকে শুরু হয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রবিবার ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে শুরু ভারত বনাম পাকিস্তান ম্যাচ। গ্রুপ বি-তে রয়েছে ভারত। পাকিস্তান ছাড়াও এই গ্রুপ রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড। এ বারের বিশ্বকাপ হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে। গ্রুপ এ-তে প্রোটিয়াদের সঙ্গে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড। মোট ২৩ টি ম্যাচ খেলা হবে এ বারের প্রতিযোগিতায়।
Comments :0