Septic Tank Accident in Birbhum

বীরভূমে সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত ৩

রাজ্য

Septic Tank Accident in Birbhum


শনিবার বিকেলে সেপটিক ট্যাঙ্কে নেমে নিঁখোজ তিনজন। রাত ৯টা পর্যন্ত তাদের দেহ উদ্ধার করা সম্ভব হয় নি। আশঙ্কা, তিনজনেরই মৃত্যু হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোলের হজরতপুরের হুটুপাড়ায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, এদিন বিকেল ৫টা নাগাদ হজরতপুরের হুটুপাড়ার বাসিন্দা সনাতন ধীবরের (৪৯) বাড়ির সেপটিক ট্যাঙ্ক  পরিস্কার করতে নামেন নির্মান শ্রমিক স্বপন বাদ্যকর (৪৬)। সেপটিক ট্যাঙ্কে নামার পর দীর্ঘক্ষন স্বপন বাদ্যকরের কোনও সাড়া শব্দ না তার খোঁজ করতে ট্যাঙ্কে নামেন সনাতন ধীবর। একইভাবে তিনিও নিঁখোজ হয়ে যান। সেই সময় ঘটনাস্থলে ছিলেন যুবক অমৃত বাগদি (৩২)। দুজনকে পরপর নিঁখোজ হতে দেখে তাদের খোঁজে সেও নামে সেপটিক ট্যাঙ্কে।

একই হাল হয় তাদেরও। পাঁচ ঘন্টা পরেও তিনজনের দেহ উদ্ধার করা সম্ভব হয় নি। ঘটনাস্থলে পৌছেছে বিরাট পুলিশ ও দমকল বাহিনী। আশঙ্কা, তিনজনের কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব নয়। তবে ঘটনার দীর্ঘক্ষন বাদে পুলিস ও দমকল পৌছনোর আগে এলাকার মানুষ উদ্ধারের জন্য সর্বতভাবে চেষ্টা করেন। এলাকারই আকাশ বাগদি নামে এক যুবককে কোমরে দড়ি বেঁধে নামিয়ে নিঁখোজ তিনজনকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। কিন্তু প্রত্যক্ষদর্শীদের মত, দড়ি দিয়ে যুবককে নামানোর কিচ্ছুক্ষনের মধ্যেই তারও সাড়াশ ম্বদ মিলছিল না। তড়িঘড়ি তাকে তুলে নেওয়া হলে সে রেহাই পান। এদিকে রাত ৯টা বেজে গেলেও দেহগুলি উদ্ধার না হওয়ার কান্নার রোল ছড়িয়েছে নিঁখোজদের পরিবারে। 

Comments :0

Login to leave a comment