এসআইআরের শুনানি পর্বে কমিশনের অবজার্ভার সি মুরুগানের গাড়িতে হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত মগরাহাট। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে এদিন শুনানি পর্বে মগরাহাটে যান মুরুগান। অভিযোগ প্রথমে তার গাড়ি ঘিরে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয় যে, শুনানির সময় তাদের বিএলএদের ভিতরে থাকতে দিতে হবে। পরবর্তী সময় শাসক দলের সেই দাবি মানা না হলে রাস্তায় মুরুগানের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। গাড়িতে চড় মারতেও দেখা যায় বিক্ষোভকারিদের। শাসক দলের কথায় যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা ১০০ দিনের কাজের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। উল্লেখ্য এর আগে ফলতাতেও একই ভাবে মুরুগানের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ।
অন্যদিকে চুঁচুড়ার তৃণমূলে বিধায়ক অসিত মজুমদার শুনানিতে বিএলএদের থাকতে দিতে হবে এই দাবি তুলে গায়ের জোড়ে প্রায় দুই ঘন্টা বন্ধ করে দেন শুনানি পর্ব। যার জেরে হয়রানির শিকার হতে হয় সাধারণ ভোটারদের। শুনানিতে ডেকে কমিশনের হয়রানি তার ওপর শাসক দলের গাজোয়াড়ি এই দুইয়ের জেরে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে সমস্যায় পড়েছেন ভোটাররা।
সোমবার এই সব ঘটনার পর কমিশনের পক্ষ থেকে জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে শুনানি পর্বে কোন রাজনৈতিক দলের প্রতিনিধিকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না।
Comments :0