Supreme Court Aravalli

আরাবল্লি সংজ্ঞা নিয়ে রায় স্থগিত রাখলো সুপ্রিম কোর্ট

জাতীয়

আরাবল্লি পর্বতমালার সংজ্ঞা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে জানাতে নারাজ সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আগের রায় আপাতত কার্যকর করা হচ্ছে না। আরাবল্লি পাহাড়ের সংজ্ঞা নির্ধারণ হলে পরিবেশের উপর কী প্রভাব পড়বে তা দেখার জন্য বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করার কথা বলেছে প্রধান বিচারপতির বেঞ্চ।।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, সমুদ্রপৃষ্ঠ থেকে নয়, আশপাশের এলাকার তুলনায় ১০০ মিটার বা তার বেশি উঁচু ভূখণ্ডকেই আরাবল্লি পাহাড় হিসেবে ধরা হবে। এই সংজ্ঞাকে মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর দেখা যায় আরাবল্লির সংজ্ঞা বদল করে প্রকৃতিকে শেষ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
দেশজুড়ে শুরু হয় সমালোচনা। আরাবল্লি পাহাড় সংরক্ষণের দাবিতে আন্দোলনে নামেন স্থানীয় বাসিন্দারা। বিশেষজ্ঞদের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বিষয়টি নিয়ে। এই পরিস্থিতিতে শনিবার স্বতঃপ্রণোদিত ভাবে বিষয়টিতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট।
সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে সব দিক খতিয়ে দেখা হবে। আগামী ২১ জানুয়ারি এই মামলার ফের শুনানি রয়েছে।

Comments :0

Login to leave a comment