Accident

পৃথক তিন দুর্ঘটনায় হাওড়ায় মৃত ৪

রাজ্য

 

রবিবার অষ্টমর রাতে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো বাইক আরোহী দুই কিশোরের। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের পাঁচপাড়ায়৷ জানা গেছে, এরা দুই বন্ধু একই বাইকে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারের একটি পোস্টে ধাক্কা মারে। দুর্ঘটনায় এরা দুজনেই গুরুতর জখম হয়। এরপর এদের আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হলে এদের মৃত ঘোষণা করা হয়। মৃতদের নাম আকাশ কুমার কর (১৭) এবং সুমন দাস (১৬)। এদের দুজনেরই বাড়ি হাওড়ার সাঁকরাইলের নাজিরগঞ্জ থানা এলাকার দক্ষিণ থানামাকুয়া দানেশ শেখ লেনে। এই ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয় এলাকায়। 
অন্যদিকে সাঁকরাইলের পাঁচপাড়ার পাশাপাশি সোমবার মহানবমীর ভোরে ৪-৪৫ মিনিট নাগাদ অন্য একটি দুর্ঘটনায় বাইক আরোহী এক তরুণীর মৃত্যু হয়েছে। এরাও বাইকে দুজন ছিলেন। নিবড়ামুখী রাস্তায় যাচ্ছিলেন আন্দুলের দিকে। জগাছার মৌখালির কাছে কোনা এক্সপ্রেসওয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি গার্ডরেলে গিয়ে ধাক্কা মারে। সঙ্গী তরুণী রাস্তায় ছিটকে পড়লে পিছন থেকে আসা একটি লরি তাকে পিষে দেয়। মৃতার বাড়ি শিবপুর মন্দিরতলা এলাকায় বলে ট্রাফিক সূত্রে জানা গেছে। এর পাশাপাশি, মহাষ্টমীর রাতে হাওড়া আমতা রোডের ১০ নম্বর পোলের কাছে দুর্ঘটনায় এক বাইক চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

Comments :0

Login to leave a comment