Blast Duttapukur

ফের দত্তপুকুরে বিস্ফোরণ, আহত ৬ শিশু

জেলা

Blast Duttapukur



বল ভেবে খেলতে গিয়ে বিস্ফররণে গুরুতর আহত ৬ শিশু। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার অন্তরগত কোটরা গ্রাম পঞ্চায়েতের খড়কি গ্রামে। সকলেই চিকিৎসাধীন রয়েছে।
গ্রামবাসীরা জানিয়েছেন, কোটরা গ্রাম পঞ্চায়েতের খড়কি গ্রামের দক্ষিণপাড়ায় একদল শিশু এদিন দুপুরে বল নিয়ে খেলছিল। এরপর পাশের একটি বাঁশ বাগানে বল হারিয়ে যায়। বল খুঁজতে গিয়ে দেখে একটি বালতির মধ্যে সুদলি দড়ি দিয়ে বাধা অনেকগুলি বল। সেইভাবে বল ভেবে খেলতে গিয়ে একটি বোমা বিস্ফোরণ ঘটে। এদের কারও পেটে, হাতে ও পেটে লেগেছে। এরা আহত হওয়ার পর প্রথমে এদের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি ঘটলে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৯ বছরের ইফতিকার ও ১৩ বছরের আবদুল হামিদের অবস্থা ‌আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দত্তপুকুর থানার পুলিশ। এই বোমাগুলি কে বার কারা রেখে গেছে সেই  প্রশ্নেরই উত্তর খুঁজছে দত্তপুকুর থানার পুলিশ।

গত ২৭ আগস্ট সকাল ১০ টা নাগাদ উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ হয়। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছে শিশু ও মহিলারা। একের পর এক বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটছে। পশ্চিমবঙ্গ কি বারুদের স্তূপের ওপরে দাঁড়িয়ে আছে? চলতি বছরেই মজুত বোমা বারুদে বিস্ফোরণের ঘটনায় অনেক মানুষের প্রাণহানি ঘটে গেছে রাজ্যে। বেশিরভাগ ক্ষেত্রেই বোমা মজুত বোমা মিলছে তৃণমূল নেতাদের বাড়িতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনও ঘটনায় নীরব থেকেছেন, কোনও ঘটনাকে নিছক বাজি কারখানার দুর্ঘটনা বলে ধামাচাপা দিয়েছেন। এত বেআইনি বাজি কারখানা চলছে কী করে রাজ্যে? কেন পুলিশ বন্ধ করতে পারছে না? বিস্ফোরণ স্থলগুলির বাসিন্দারাই জানাচ্ছেন, বেআইনি বাজি কারখানাগুলিতেই তৃণমূলের মদতে বোমা তৈরি হয়। পুলিশ সব জেনেও কোনো ব্যবস্থা নেয় না, কেবল বিস্ফোরণ ঘটে গেলে তখন হইচই হয়।এদিনও বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা।

Comments :0

Login to leave a comment