ANAYAKATHA / MANISH DEB / VALOBASAR AKASH — VIJAYER AKASH / MUKTADHARA / 3 NOVEMBER 2025 / 3rd YEAR

অন্যকথা / মনীষ দেব / ভালবাসার আকাশ — বিজয়ের আকাশ / মুক্তধারা / ৩ নভেম্বর ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

ANAYAKATHA  MANISH DEB  VALOBASAR AKASH  VIJAYER AKASH  MUKTADHARA  3 NOVEMBER 2025  3rd YEAR

অন্যকথা

মুক্তধারা

ভালবাসার আকাশ বিজয়ের আকাশ


মনীষ দেব

 

 

       সবুজ বৃত্তে দাঁড়িয়ে — মুক্তির লড়াইয়ে ওরা — ওরা বীরাঙ্গনা — ওরা যোদ্ধা। ঘড়ির কাটা মধ্যরাত ছুতেই — বৃত্ত ভেঙে ওরা উড়ে গেলেন মুক্তির ঠিকানায়। যে বৃত্তে, যে ভূমিতে — সীতা লাঞ্ছিত-দগ্ধ-সমাধিস্ত হয়েছে, দ্রৌপদী অপমানিত-ঘৃণিত্ব হয়েছে। সেই বৃত্তে, সেই মাটিতে ওরা অপরাজিতা আজ। নতজানু হয়ে দাঁড়িয়ে আছে দেশে। ওরা উত্তাল ঢেউয়ের মতো উদ্বেল। না, ওরা শুধু চ্যাম্পিয়ন নয় — নয় বিশ্বচ্যাম্পিয়ন, ওরা হাজার হাজার 'বছরের লাঞ্ছনা-গঞ্জনা- অপমানের বিরুদ্ধে গর্জে ওঠা স্পর্ধা।

       সবুজ বৃত্তে শুধু জেতেনি ওরা — ওরা জিতেছে এদেশের অপমানিত মন ও মানসিকতার সাথে প্রতি ইঞ্চিতে। যে দেশ আজও আজ মনে করে মাতৃ গর্ভে জন্ম থেকে, অলৌকিক জন্মে গর্ব বেশি। যে দেশের পুরুষরা নারীদের বর্জন করে, ধর্ষন করে, পরিত্যাগ করে সে দেশের মেয়েরা কাল জয়ী হয়ে ফিরেছে মধ্যরাতে। যে দেশের অসহিষ্ণু-অপরাধী-অপদার্থ শাসককুল মেয়েদের রাতে গৃহবন্দী করে রাখতে ফারমান জারি করে। সে দেশের মেয়েরা মধ্যরাতে একটা ক্যাচ তালু বন্দী করতে তিনবার ঝাপায় জীবন বাজি রেখে। যে দ্রাবিড় মেয়েটা বল হাতে ছুটছিল বিশ্বশাসন করতে, সেই আদিবাসী মেয়েটার হিম্মত যেন বলে যাচ্ছিল — সনাতন ভারত আমি তোমাকে শাসন করছি। যে বাঙালি মেয়েটা যে ঝড়ের কাছে রেখে গেল তার ব্যাটের ঠিকানা। যে হরিয়ানার মেয়ে জয়ের কারিগর কিংবা বা যে পাঞ্জাব তনয়া আকাশে হাত ছুঁড়ে ক্যাচ ধরে খেলা শেষ করে দিল। তারপর ওরা ছুটছিল, ওরা কাঁদছিল, ওরা চিৎকার করছিল, না, ওরা চিৎকার করছিল না শুধু — ওদের শরীরি ভাষা বলে যাচ্ছিল সব অবহেলার জবাব দিয়ে গেলাম। আমরা সবাই একসাথে ইতিহাস লিখে গেলাম, এই সেই দেশ যেখানে দেশের সেরা খেলোয়াড় ধর্ম বিতর্কে কোণঠাসা, সেই মেয়ের পরিচিতিতে লিখতে হয় ধর্ম — নিষিদ্ধ।

      সবুজ বৃত্তে কাল শুধু জেতেনি মেয়েরা। বৃত্ত ভেঙে এক নতুন স্পর্ধার আকাশ রাঙিয়ে দিয়েছো তোমরা — সেই আকাশ শুধু তোমাদেরই থাক,

                এ এক মুক্তির আকাশ

                           ভালবাসার আকাশ।


 

Comments :0

Login to leave a comment