Dhupguri

বন্যা দুর্গতদের অবস্থান-বিক্ষোভ ধূপগুড়িতে

জেলা

জলঢাকা নদীর দ্রুত বাঁধ নির্মাণ, বন্যায় গৃহহীনদের জন্য স্থায়ী পুনর্বাসনসহ দশ দফা দাবিতে সোমবার ধূপগুড়ি বিডিও অফিসে দিনভর অবস্থান-বিক্ষোভে সামিল হলেন জলঢাকা নদীর বন্যায় ক্ষতিগ্রস্তরা। গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হোগলাপাতা এলাকার দুর্গতরা এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে বিডিও অফিসে এসে পৌঁছান এবং প্রধান গেটের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করেন।
​বন্যা দুর্গতদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে, দ্রুত জলঢাকা নদীর বাঁধ নির্মাণ। ​বন্যায় গৃহহীনদের জন্য স্থায়ী গৃহ নির্মাণ।
​ক্ষতিপূরণের ব্যবস্থা। ​বিদ্যুৎ বিল মকুব।
​উল্লেখ্য, ভয়াবহ বন্যায় জলঢাকা নদীর বাঁধ ভেঙে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হোগলাপাতা অঞ্চল। দুর্গতদের অভিযোগ, প্রায় এক মাস ধরে তাঁরা ত্রিপলের নীচে দিন কাটাচ্ছেন। সাম্প্রতিক বৃষ্টিতে সেই ত্রিপলের ভিতরেও জল ঢুকে ভোগান্তি আরও বাড়িয়েছে।
​বিক্ষোভকারীদের ক্ষোভ, “কতদিন আর এভাবে রাত কাটাব? প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক। বাঁধ ভেঙেছে তিন জায়গায়, অথচ এখনও সংস্কারের উদ্যোগ নেই।” তাঁদের আরও অভিযোগ, বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ রেলের জমিতে হলেও প্রশাসন দায় এড়াতে পারে না।
​খবর পেয়ে ধূপগুড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিক্ষোভকারীদের প্রতিনিধি দল বিডিও-র সঙ্গে দেখা করে লিখিত ডেপুটেশন জমা দেন। দুর্গতরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে রেল অবরোধ সহ বৃহত্তর আন্দোলনে নামা হবে।

Comments :0

Login to leave a comment