Madhyamgram Trolley Case

মধ্যমগ্রাম ট্রলি কাণ্ড মা মেয়ের সাজা ঘোষণা

রাজ্য

মধ্যমগ্রামের ট্রলিব্যাগ কাণ্ডে মা ও মেয়েকে যাবজ্জীবনের সাজা শোনাল বারাসত আদালত। এই মামলায় যাবজ্জীবন জেল ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস আরও অতিরিক্ত কারাবাস দিয়েছে আদালত। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পিসিশাশুড়িকে খুন করে দেহ টুকরো করে ট্রলি ব্যাগে ভরে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার জেরে গ্রেপ্তার হয় মেয়ে ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ। পিসিশাশুড়ি সুমিতা ঘোষকে মধ্যমগ্রামের দক্ষিণ বীরেশপল্লীর বাড়িতে খুন করা হয়েছিল। আর সেজন্য ওই মামলার তদন্ত করে মধ্যমগ্রাম পুলিশ। কলকাতা পুলিশকে ওই মামলার যাবতীয় নথি মধ্যমগ্রাম থানার হাতে তুলে দিতে দেয় আদালতের নির্দেশে। ওই খুনের ঘটনার মামলায় বারাসত আদালতেই শুনানি হয়। পিসি শাশুড়িকে খুনের ঘটনায় মা ও মেয়েকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল বারাসত আলাদত। এদিন বিকেলে জেলা ও দায়রা কোর্টের বিচারক প্রজ্ঞাগার্গী ভট্টাচার্য এই সাজা শোনান। মা ও মেয়েকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল আদালত। অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড। খুন করে তথ্যপ্রমাণ লোপাটের অপরাধে ৭ বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা। ঘটনার ২৫১ দিনের মাথায় এদিন এই সাজা শোনালেন বিচারক।
পিসিশাশুড়িকে খুন করে দেহ টুকরো করে ট্রলি ব্যাগে ভরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া কান্ডে অভিযুক্ত মা-মেয়ে আরতি ঘোষ ও ফাল্গুনী ঘোষকে শুক্রবার দোষী সাব্যস্ত করে বারাসতের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। এদিন এই মামলার সাজা ঘোষণা করবেন বিচারক প্রজ্ঞাগার্গী ভট্টাচার্য (হুসেন)।
সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন, আগে দু’জনকে সাত বছর কারাগারে কাটাতে হবে। তার পরে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড শুরু হবে। আজীবন দুজকে কারাগারেই থাকতে হবে। 

Comments :0

Login to leave a comment