Haridebpur

হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি

কলকাতা

সপ্তাহের প্রথম দিন কলকাতার হরিদেবপুরে শুট আউট। একজন মহিলাকে লক্ষ্য করে চলে গুলি। সোমবার সকাল ৬টা ১৫ নাগাদ কালীপদ মুখার্জি রোডে ঘটে এই ঘটনা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বাইকে করে আসা দুই ব্যাক্তির সাথে কথা কাটাকাটি হয় মহিলার। তারপর কথা কাটাকাটির মাঝে একজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে মহিলার পিঠে। তাকে প্রথমে এমআরবাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আহত মহিলার নাম মৌসুমী হালদার (৩৮)। ঘটনায় মূল অভিযুক্ত বাবলু বছর তিনেক ধরে মৌসুমীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। 
দুজনের মধ্যে বেশ কয়েকদিন ধরেই অশান্তি চলছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সেই ঘটনার জেরেই এদিন সকালে তাকে গুলি করা হয়েছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান।
পুলিশের অনুমান, সম্পর্ক ভাঙায় ক্ষুব্ধ হয়ে হামলা চালায় বাবলু। গুলি লাগার পর এলাকাবাসীরা মৌসুমীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত বাবলুকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment