STORY / PALLABI ADAK / GODHULIBERAR SWAPNA / MUKTADHARA / 2 NOVEMBER 2025 / 3rd YEAR

গল্প / পল্লবী আদক / গোধূলিবেলার স্বপ্ন / মুক্তধারা / ২ নভেম্বর ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

STORY  PALLABI ADAK  GODHULIBERAR SWAPNA  MUKTADHARA  2 NOVEMBER 2025  3rd YEAR

মুক্তধারা

গল্প

গোধূলিবেলার স্বপ্ন

  ----------------------------- 
  পল্লবী আদক
  ----------------------------- 

 

২ নভেম্বর ২০২৫, বর্ষ ৩

 


বন্দিতা আজ রাতে কিছু খায়নি।সকালেও কোনরকমে কিছু মুখে দিয়েছিল।ওর মন যে বড্ড খারাপ,আর একসপ্তাহ পরেই ওর বিয়ে হয়ে যাবে।পাত্রকে ও চোখেও দেখেনি এখনো।তার সম্পর্কে কিছুই জানেনা।শুধু জেনেছে পাত্রটি বড্ড ভালো মানুষ।বাবা মায়ের একমাত্র সন্তান। বন্দিতা নাকি খুব সুখী থাকবে তার সঙ্গে।বাবার বন্ধুর ছেলে সে।ছেলেটি নাকি তাকে দেখেছিল,তবে বন্দিতা বুঝতে পারছে না কোন ছেলেটি এটা,ওর জানামতে বাবার বন্ধুর সব ছেলেকেই তো ও দেখেছে।বিবাহযোগ্য কেউ নেই সেইরকম।তবে,এটা কোন ছেলে!! ওর মা অব্যশ একবার বলেছিল ছেলেটির সাথে কোথাও দেখা করতে।কিন্তু ও চায়নি।ও বলেছিল " আমি তো আধুনিক মনষ্ক নই,তাই বিয়ের আগে দেখা করতে পারব না।এতে যদি ছেলেটি মেনে নেয় ভালো,আর তা না হলে ...."

বন্দিতার এই কথা শুনে ওর মা বলেছিল" ছেলেটিও চায় না এখন দেখা করতে।সে বলে দিয়েছে একেবারে শুভদৃষ্টিতেই দেখবি তুই তাকে।তার আগে দেখা, ফোনে কথা কিছুই ও করবে না। তোর মনোভাব বোঝার জন্য আমি দেখা করার কথা বলছিলাম "।এই বলে ওর মা নিজের কাজে চলে গেলো।
বন্দিতা মনে মনে ভাবলো এ আবার কেমন ছেলে রে বাবা!!আজকালকার দিনে কোন ছেলে এরকম বলে!!ও তো নিজে থেকে  দেখা করতে চায় না বলে ওর মাকে কোনরকম একটা বাহানা দিয়েছে মাত্র!কিন্তু এই ছেলে!! যাইহোক,ও এত ভাবতেও চায় না ওই ছেলে কে নিয়ে।ও এখন নিজের চিন্তায় মগ্ন থাকতে চায়।পার্থ কে ছাড়া কিভাবে ও অন্য  ছেলেকে বিয়ে করবে!মনে প্রাণে একজনকেই ভালোবেসে গেছে ও।আর সেটা পার্থ।
ওর থেকে কয়েক বছরের বড় পার্থ।ওদের পাড়াতেই পার্থর মামারবাড়ী।সেই সূত্রেই আলাপ।তারপর বন্ধুত্ব থেকে প্রেম। ওর জীবনে এই পার্থই প্রথম পুরুষ।এই পার্থ কে ছেড়ে অন্যজনকে কিভাবে ও নিজের স্বামীর আসনে বসাবে!কিভাবে ভালবাসবে অন্যকাউকে!তাছাড়া পার্থকে ছেড়ে থাকবেই বা কীকরে ও!ও যে পাগলের মত ছেলেটাকে ভালোবাসে।আর পার্থ ও তাই।ওকে ভীষণ ভালবাসে ছেলেটা।এখন অন্যকাউকে বিয়ে করা মানে তো,ওকে ঠকানো!এইসব চিন্তায় রাতে ঠিকমতো ঘুম ও ওর হয় না। তাইজন্যই তো বিয়ের কথা শোনার পর থেকে খাওয়াদাওয়াই উঠে গেছে মেয়েটার।সবসময় মনখারাপ করে থাকে বেচারা।
পার্থ কে এব্যাপারে বলেছিল ও।"বাবা মা বিয়ে ঠিক করেছেন।বাবার কোন এক বন্ধুর ছেলে।আমি কিছুতেই ওদের সামনে তোমার কথা বলতে পারছিনা।তুমি প্লিজ কিছু করো "।ওর এই কথার পরিপ্রেক্ষিতে পার্থ বলেছিল "তুমি সাহস নিয়ে বলো।তারপর তো আমি আছি।ওরা যদি জানে,তুমি আমায় প্রচন্ড ভালোবাসো,তাহলে না করতে পারবেন না।তুমি  নিজে একবার তো বলে দেখো মা বাবাকে "!!
কিন্তু না!! বন্দিতা ওর মা বাবাকে কিছুতেই এই কথা বলতে পারল না।' আমি ওকে ভালবাসি,ওকে ছাড়া থাকতে পারবো না।ওকেই বিয়ে করব ' এই কথাটা বাবা মায়ের সামনে ও শত চেষ্টা করেও বলতে পারলো না।

চলবে

Comments :0

Login to leave a comment