AGED DROWNED

আগরপাড়ায় গঙ্গায় তলিয়ে গেলেন প্রবীণ

জেলা

প্রবীণের খোঁজে ডুবুরি আগরপাড়ার গঙ্গায়। ছবি: অভিজিৎ বসু

আগরপাড়ায় গঙ্গার ঘাটে নেমে তলিয়ে গেলেন এক প্রবীণ। শনিবার মহালয়ার তর্পণ করতে আগরপাড়া ইলিয়াস রোডের গিরিবালা ঘাটে নামেন মধ্যমগ্রাম মেঘদূত ঘোষপাড়ার বাসিন্দা শেখর মন্ডল।

একষট্টি বছরের শেখর মণ্ডল স্ত্রী মহুয়া মণ্ডলকে নিয়ে গঙ্গার ঘাটে স্নান করতে নামেন। কয়েকটা ডুব দেওয়ার পরেই তিনি তলিয়ে যান। এর পরেই খোঁজাখুঁজি শুরু হয়। 

এলাকাবাসীরা খড়দা থানায় খবর দেন। খড়দা থানার আইসি সহ উচ্চপদস্থ আধিকারিকেরা আসেন। বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদেরকে খবর দেওয়া হয়। ডুবুরি নামিয়ে গঙ্গার ঘাটে খোঁজ শুরু হয়। 

শেখর মন্ডল কাশিপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কাজ করতেন। এ বছর জানুয়ারিতে অবসর নেন। তিনি সাঁতার জানতেন। গিরিবালা ঘাটে তল্লাশি চলছে।

Comments :0

Login to leave a comment