সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সোমবার হাওড়ায় তিনি বলেন, ‘‘যাদের বিরুদ্ধে ক্ষোভ তাদের গ্রেপ্তার করা হয়েছে।’’ সত্যি কি তাই?
সন্দেশখালির মানুষ ফুঁসছেন তৃণমূলের ফেরার নেতা শাহজাহান, উত্তম সরদার এবং শিবু হাজরার বিরুদ্ধে। এর মধ্যে শুধুমাত্র উত্তমকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাও তাকে তৃণমূল থেকে সাসপেন্ড করার পর। অর্থাৎ দলের হাত তার মাথা থেকে সড়ে যাওয়ার পর।
কিন্তু ৩৮ দিন পার হয়ে গেলেও শাহজাহানকে কেন এখনও পাওয়া যাচ্ছে না? কোথায় শিবু? কোন উত্তর নেই মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে। এই ব্যার্থতার দায় কার তার উত্তর নেই প্রশাসনের কাছে।
অথচ ফেরার শিবুর অভিযোগের ভিত্তিতে প্রাক্তন সিপিআই(এম) বিধায়ক নিরাপদ সরদারকে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে।
সন্দেশখালির মানুষ যে শুধুমাত্র তৃণমূলের লুঠের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তা তো নয়। সেখানকার মহিলারা বার বার সংবাদমাধ্যমের কাছে জানাচ্ছেন যে দিনের পর দিন রাতের অন্ধকারে তাদের তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হতো। নির্যাতন চলতো, চলতো সম্মানহানি। সেই নিয়ে কোন কথা এখনও শোনা যাচ্ছে না তৃণমূলের নেতৃত্বের মুখ থেকে বিশেষ করে রাজ্যের ‘মহিলা মুখ্যমন্ত্রী’র গলায়।
Comments :0