CPI(M)

পুলিশি হামলায় নিহত কৃষকের পরিবারের পাশে সিপিআই(এম)

রাজ্য জেলা

CPIM west bengal panchayat election TMC BJP

শ্রমিক, কৃষক এবং খেতমজুর সংগঠনগুলির ডাকে মঙ্গলবার বহরমপুরে আইন অমান্য কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ডোমকলের বামপন্থী কর্মী আনারুল ইসলাম। পুলিশের বর্বরতায় প্রাণ হারান তিনি। বুধবার তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন সিপিআই(এম) নেতৃবৃন্দ।

ডোমকলের সারাংপুর অঞ্চলের সাহাবাজপুর গ্রামের আনারুল ইসলাম মঙ্গলবার   আইন অমান্য কর্মসূচিতে এসে পুলিশের আক্রমণ ও টিয়ার গ‍্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডোমকল মহকুমা  হাসপাতালে স্থানান্তরিত  করা হয়। অবস্থার  আরও অবনতি হলে  বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। বহরমপুর আসার পথেই রাত ১০ টা নাগাদ কমরেড আনারুল ইসলামের মৃত্যু হয়।

মঙ্গলবার কমরেড আনারুল ইসলামের বাড়িতে যান সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য বদরুদ্দোজা খান,ধ্রুবজ্যোতি সাহা, সিপিআই(এম) নেতা নৃপেন চৌধুরী,  মোস্তাফিজুর রহমান, সচ্চিদানন্দ কান্ডারী প্রমুখ। তাঁরা কমরেড আনারুল ইসলামের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এই ঘটনার প্রতিবাদে বুধবার মুর্শিদাবাদ জেলাজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে সিপিআই(এম)।

অপরদিকে বহরমপুরের আইন অমান্য কর্মসূচি থেকে ১৫জন বিক্ষোভকারীকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করেছিল মুর্শিদাবাদ জেলা পুলিশ। বুধবার তাঁদের আদালতে তোলা হয়। 

Comments :0

Login to leave a comment