মাদ্রাসার ভোটে পর্যন্ত দাঁড়াতে পারবে না। স্কুল দখল, ক্লাব দখল, কমিটি দখল- তৃণমূল দখলদারির রাজনীতি করছে। এই রাজনীতি স্বৈরাচারী মনোভাবের নামান্তর।
সোমবার নন্দীগ্রামে হাই মাদ্রাসায় মনোনয়ন আটকাতে তৃণমূলের হামলার নিন্দায় একথা বলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
নন্দীগ্রামের দাউদপুর গুমগড় হাইমাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচন হওয়ার কথা ৩১ আগস্ট। সোমবার মনোনয়ন জমা দিতে যান ৬ প্রার্থী। তাঁরা বাম ও প্রগতিশীল অংশের। তাঁদের সঙ্গে ছিলেন স্থানীয়রা। তাঁদের মধ্যে সিপিআই(এম) কর্মী সমর্থকরাও ছিলেন।
মনোনয়ন জমা দিতে যাওয়ায় লাঠি হাতে তেড়ে যায় তৃণমূলের বাহিনী। নির্বাচন আটকাতে এই বাহিনী পাহারায় বসে ছিল।
চক্রবর্তী বলেন, ‘‘হামলা চালানো হলো। বেধড়ক মারধর করা হলো। অন্তত ১১ জন হাসপাতালে রয়েছেন। পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল আক্রমণ করছে।’’
নন্দীগ্রামে এই হামলার পাশাপাশি ভাঙড়ে এসএফআই সমর্থকদের ওপর হামলারও নিন্দা করেন চক্রবর্তী। তিনি বলেন, ‘‘তৃণমূল আসলে চায় কেউ বিরোধিতা করবে না। নন্দীগ্রামে সিপিআই(এম) বা ভাঙড়ে আইএসএফ, কেউ বিরোধিতা করলেই আক্রমণ।’’
এদিন হামলা পর প্রশ্ন উঠেছে হাইমাদ্রাসার এই নির্বাচন আদৌ শান্তিপূর্ণ হওয়া সম্ভব কিনা।
চক্রবর্তী বলেন, ‘‘জবরদস্তি দাপট দেখিয়ে একতরফা নিজেদের মতো করে চলছে তৃণমূল। এই আচরণ স্বৈরাচারী মনোভাবের নামান্তর।’’
Sujan Chakrabarty Nandigram
স্বৈরাচারী মনোভাব: নন্দীগ্রামে তৃণমূলের হামলার নিন্দায় সুজন চক্রবর্তী

×
Comments :0