সোমবার ৬১তম রুবেনস্টেইন মেমোরিয়াল প্রতিযোগিতায় শীর্ষে হলে গেলেন ভারতের দাবাড়ু অরবিন্দ চিদম্বরম । প্রতি বছর পোল্যান্ডে কিংবদন্তি দাবাড়ু আকিবা রুবেনস্টিনের স্মৃতির উদ্দেশ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্বের পঞ্চম স্থানাধিকারী অরবিন্দ ড্র করেন জার্মানির ম্যাথিউস ব্লুবামের বিরুদ্ধে। অরবিন্দের সঙ্গে উজবেকিস্তানের ইয়াকুবেব যুগ্ম শীর্ষে অবস্থান করছেন। এই পর্বে জেতার পর তৃতীয় পর্বের ম্যাচে অরবিন্দ মুখোমুখি হবেন ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ইগর কোভালেঙ্কোর।
61st RUBENSTEIN MEMORIAL
দ্বিতীয় রাউন্ড ড্র -এ যুগ্মশীর্ষে অরবিন্দ চিদম্বরম
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0