উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ‘ইন্ডিয়া’ বল্কের প্রার্থী হতে পারেন রাজ্যসভার ডিএমকে সাংসদ তিরুচি শিবা। সূত্রের খবর সোমবার বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়ার বৈঠকের পর প্রার্থীর নাম ঘোষণা করা হবে। 
তামিলনাড়ু থেকেই বেছে নেওয়া হোক উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী, ইন্ডিয়া মঞ্চের কাছে ডিএমকের পক্ষ থেকে এমন আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর। আগামী বছর তামিলনাড়ু বিধানসভার নির্বাচন। উপ-রাষ্ট্রপতি নির্বাচনে মহারাষ্ট্রের রাজ্যপাল তথা তামিলনাড়ুর মানুষ সিপি রাধাকৃষ্ণানকে প্রার্থী করেছে এনডিএ। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে যা চমক হিসাবেই দেখছেন অনেকে।
গতকাল প্রার্থী ঘোষণা হওয়ার পরপরই এআইএডিমকের পক্ষ থেকে পালানাস্বামী রাজ্যের সব সাংসদদের কাছে আবেদন জানিয়েছেন তাকে সমর্থন জানানোর জন্য। বিজেপি তামিলনাড়ু শাখার পক্ষ থেকেও রাজ্যের সব দলের কাছে এমনকি শাসক ডিএমকের কাছে আবেদন জানানো হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে সমর্থন করার জন্য। তাদের যুক্তি তামিলনাড়ুর আবেগের কথা মাথায় রেখে নির্বাচনে তাকে সমর্থন করা উচিত রাজ্যের সব রাজনৈতিক দলের। 
ডিএমকের পক্ষ থেকে টিকেএস ইলানগোভান সংবাদমাধ্যমের কাছে বলেছেন, সিপি রাধারকৃষ্ণানকে বিজেপি রাজ্যের প্রতিনিধি হিসাবে দেখাতে চাইছে। কিন্তু তিনি আসলে বিজেপির বিশ্বস্ত। সূত্রের খবর রাজনাথ সিং স্টালিন সহ একাধিক বিরোধী নেতার সাথে যোগাযোগ করেছেন এবং আবেদন জানিয়েছেন তাদের প্রার্থীকে সমর্থন করার জন্য।
Vice President Election
উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ‘ইন্ডিয়া’র প্রার্থী হতে পারেন তিরুচি শিবা
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0